WhatsApp হ্যাকিং: কিভাবে ফাঁদ পাতা হয় এবং বাঁচার উপায়
WhatsApp হ্যাকিং: কিভাবে ফাঁদ পাতা হয় এবং বাঁচার উপায় 🔹 হ্যাকাররা কীভাবে ফাঁদ পাতে? হ্যাকাররা সরাসরি WhatsApp-এর সিকিউরিটি ভাঙতে পারে না। বরং তারা আপনার ভুল ব্যবহার বা অসতর্কতাকে কাজে লাগায়। কয়েকটি সাধারণ উপায় হলো: 1. ফিশিং লিংক ভুয়া ওয়েবসাইট বা লিংক পাঠিয়ে বলে – “এখানে ক্লিক করলে WhatsApp গোল্ড পাবেন” বা “ফ্রি ইন্টারনেট” ইত্যাদি। 👉 এই লিংকে ক্লিক করলে আপনার নম্বর বা কোড হ্যাকারদের হাতে চলে যায়। 2. OTP চুরি WhatsApp নতুন ফোনে লগইন করার সময় একবারের OTP পাঠায়। 👉 হ্যাকাররা ফোন করে বা SMS পাঠিয়ে সেই কোড চাইতে পারে। একবার দিলেই তারা আপনার WhatsApp নিয়ন্ত্রণ করতে পারবে। 3. অ্যাপ ক্লোন / ভুয়া অ্যাপ প্লে-স্টোর ছাড়া অন্য জায়গা থেকে ভুয়া WhatsApp ডাউনলোড করলে, সেই অ্যাপেই আপনার ডেটা চলে যায়। 4. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পরিচিত কারো নাম ব্যবহার করে বিশ্বাস অর্জন করে, তারপর ব্যক্তিগত তথ্য বের করে নেয়। --- 🔹 কিভাবে বাঁচবেন? 1. Two-Step Verification চালু করুন WhatsApp Settings → Account → Two-step verification → Enable। এতে OTP পেলেও হ্যাকার ঢুকতে পারবে না। 2. OTP কারও সাথে ...